Posts

Showing posts from December, 2022

খারিজী কর্তৃক ১৫ আয়াতের অপব্যবহার

আপত্তিকারকদের অপপ্রয়োগকৃত ১৫টি আয়াতের ব্যাখ্যামূলক উপস্থাপনা টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক ইসলামের প্রথম দিককার বিদ'আতি সম্প্রদায় ছিল খারিজি সম্প্রদায়। এরা মুমিনদের মাওলা সৈয়্যদুনা আলি কাররামাল্লাহু ওয়াজহাহু কে 'কাফির' আখ্যা দিয়েছিল। মুমিনদের মাওলা এদের বিরুদ্ধে 'নাহারওয়ান' এর যুদ্ধ করেন। ইমাম বুখারি 'মুরতাদ এবং খোদাদ্রোহীদের ব্যাপারে অধ্যায় রচনা করে পরিচ্ছেদ এনেছেন, بَاب قَتلِ الْخَوَارِجِ وَ الْمُلْحِدِينَ بَعْدَ إقَامَةِ الْحُجَّةِ عَلَيْهِمْ বা, 'খারিজী সম্প্রদায় ও আল্লাহদ্রোহীদের অপরাধ প্রমাণিত হবার পর তাদেরকে হত্যা করা' –সম্পর্কিত বাব। উনি তা'লিক্ব পদ্ধতিতে হাদিস আনেন, وَكَانَ ابْنُ عُمَرَ يَرَاهُمْ شِرَارَ خَلْقِ اللّٰهِ وَقَالَ إنَّهُمْ إنّطلَقُوا إلَی آيَاتٍ نَزَلَتْ فِي الْكُفَّار فَجَعَلُوهَا عَلَی الْمُؤْمِنِينَ —"হযরত আব্দুল্লাহ ইবন উমর রা. খারিজীদেরকে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হিসেবে বিবেচনা করতেন এবং তিনি বলেছেন, তারা এমন কিছু আয়াতকে মু'মিনদের ওপর প্রয়োগ করেছে যা কাফিরদের ব্যাপারে নাযিল হয়েছে।" মা...