প্রিয় নবি (ﷺ) নূরের সৃষ্টি (দেওবন্দী ও আহলে হাদিসদের দৃষ্টিতে)”
কিতাবঃ প্রিয় নবি (ﷺ) নূরের সৃষ্টি (দেওবন্দী ও আহলে হাদিসদের দৃষ্টিতে)” গ্রন্থনা ও সংকলনেঃ মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর প্রতিষ্ঠাতা, ইমাম আযম রিসার্চ সেন্টার, বাংলাদেশ। সম্পাদনাঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জিহাদী বিশিষ্ট ইসলামী লিখক ও গবেষক। পৃষ্ঠপোষকতায়ঃ মাওলানা কামালুদ্দীন আযহারী ফকীহ, নেছারিয়া আলিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম পরিবেশনায়ঃ ইমাম আযম (রা.) রিসার্চ সেন্টার, বাংলাদেশ। উৎসর্গঃ আমার শ্রদ্ধেয় উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ আমিনুল করিম (বাবা হুযুর)(رحمة الله)‘র চরণ যুগলে। গ্রন্থস্বত্বঃ লেখক কর্তৃক সংরক্ষিত। প্রথম প্রকাশঃ ৭ই এপ্রিল, ২০১৫ইং দ্বিতীয় প্রকাশ, ২৫ ই এপ্রিল ২০১৬ইং ━━━━━━━━━━━━━━━━ তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র] কেন লিখলাম এ গ্রন্থ? আল্লাহ তা’য়ালার মহান দরবারে অসংখ্য কৃতজ্ঞতা সহ সিজদা আদায়ের পর, সৃষ্টির শ্রেষ্ঠতম উপঢৌকন মহানবী হযরত মুহাম্মদ (ﷺ)র পূণ্যময় চরণে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত পাঠকবৃন্দ! আমার এই ক্ষুদ্র পুস্তকে একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করছি। যে বিষয়টি যুগযুগ ধরে সমগ্র মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস পোষণ করে এসেছে। আ...