কোন নেককার মুমিন বা ওলীর পাশে দাফন করলে কোন উপকার আছে কি?
আহলে হাদিস নাসিরুদ্দিন আলবানী তার আ হাদিসুস দ্বঈফাহ গ্রন্থের ১/৫০১ পৃঃ, হাদিস নংঃ৬১৩ এ বলেছে যে,মৃত ব্যক্তিকে কোন নেককার ওলী, হক্কানী আলেমের পাশে কবরস্থ করলে কোন উপকার নেই। অনুরুপভাবে জুনায়েদ বাবুনগরী তার প্রচলিত জাল হাদিস বইয়ের ১৯৬ পৃষ্ঠায় এর সমালোচনা করেন। জবাবঃ হাদিস নং-০১ "হযরত আবু হুরায়রা(রাদ্বিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত,তিনি বলেন, রাসুল (সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এরশাদ করেন, তোমরা মৃত ব্যক্তিদেরকে (যথাসম্ভব) নেক বান্দাদের মাঝে দাফন করবে, নিশ্চয় মৃত ব্যক্তিগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট অনুভব করে। যেরুপ জীবিতগণ খারাপ প্রতিবেশী দ্বারা কষ্ট পেয়ে থাকে। ইমাম সৈয়ুতি হাদিসটি বর্ণনা করে বলেন- হাদিসটি সনদে দুর্বল। ( শরহুস সুদুরঃ১৩পৃঃ) Reference : ★ দায়লামীঃ ফিরদাউসঃ ১/১০২পৃঃ,হাদিসঃ৩৩৭;দারুল কুতুব,ইলমিয়্যাহ, বৈরুত, লেবানন ★ ইমাম সৈয়ুতিঃ শরহুস সুদুর-১৩পৃঃ, আদ্দুরুল মুনতাসিরাহঃ১/৬৬পৃঃ,জামেউল হাদিসঃ২/১০৫পৃ: হাদিসঃ৯৯২, ★ আবু নঈম ইস্পাহানীঃ হুলিয়াতুল আউলিয়াঃ৬/৩৫৪পৃঃ,দারুল কুতুব আরাবি,বৈরুত ★ ইমাম নাবহানীঃ ফতহুল কবীরঃ১/৫৯পৃঃ,হাদিসঃ৫০৮ ★ ইমাম সাখাভীঃ মাকাসিদুল হাসানাঃ৫১পৃঃহা...