[ দুষ্ট লোকের স্বরূপ উন্মোচন ]

"فتوی" كشف الاستار عن كيد الاشرار 'ফত্ওয়া' কাশফুল আসতার 'আন কায়দিল আশরার [ দুষ্ট লোকের স্বরূপ উন্মোচন ] লিখেছেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইব্রাহীম আল–কাদেরী টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক প্রকাশনায় করিম'স প্রকাশন, চট্টগ্রাম ভূমিকা ﷽ حامدا و مصليأ و مسلمأ আহলে সুন্নাত ওয়া জমা'আতের ওলামায়ে কেরাম যুগে যুগে যথাযথভাবে বাতিল পন্থীদের মোকাবেলায় যে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আসছেন, তা অস্বীকার করার জো নেই। সুতরাং দেখা গেছে যে, বারংবারই বাতিল পন্থীরা ইলমী জেহাদে ব্যর্থ হয়েছে। এ কারণে তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের দিকে ধাবিত হয়ে আসছে। রাজনৈতিক অঙ্গনেও তারা বিভিন্ন কুট-কৌশলের আশ্রয় নিয়ে যেকোনোভাবেই তাদের একটা অবস্থান গড়ে নেয়ার অপপ্রয়াস চালিয়ে আসছে। এমতাবস্থায়, সুন্নী ওলামায়ে কেরাম...