পয়গামে হক্ব
পয়গামে হক্ব (ইমামে আহলে সুন্নাত, আল্লামা কাযী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী (মু.জি.আ.) কর্তৃক চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে প্রদত্ত বক্তব্য ২০ জুলাই ২০১১ইং) প্রকাশনায় : আঞ্জুমানে মুহিব্বানে রাসুল ﴾ﷺ﴿ গাউছিয়া জিলানী কমিটি- বাংলাদেশ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ, চট্টগ্রাম। সহযোগিতায় : শাহজাদা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমী মোবাইল : ০১৮১৯৬৩১৫৮২ টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক _____________________________ ভূমিকা : বিগত ১৬ই মে ২০১১ইং ঢাকা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট-এ 'বালাকোট ডাক দিয়ে যায়' শীর্ষক অনুষ্ঠানে আমার উপস্থিতিতে সুন্নী অঙ্গনে একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বে ২০১০ সালেও 'চেতনায় বালাকোট সম্মেলন স্মারক ২০১০' পুস্তকের ১১ পৃষ্ঠায় তাদের মতাদর্শের সাথে একমত হয়ে সাক্ষর দাতা ওলামা মশায়েখের তালিকায় আমার নাম লিখে দেয়া হয়েছে। এ বিষয়ে আমি আল্লামা শেখ আবদুল করীম সিরাজনগরী সাহেবের 'ইজহারে হক্ব' পুস্তকে আমার প্রদত্ত অভিমতের মধ্যে স্পষ্ট যে, ভারতবর্ষে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহহাব নজদীর বাতিল আক্বীদা প্রচারের ক্ষেত্রে সৈয়দ আহমদ ব্রেলভী ...