Posts

Showing posts from January, 2023

তাবলিগী জামায়াতের গুপ্ত রহস্য

তাবলিগী জামায়াতের গুপ্ত রহস্য মুফতী মুহাম্মদ গোলাম ছামদানী রেজভী শিক্ষক, ছয়ঘরী আলিয়া মাদ্রাসা পোঃ—ছয়ঘরী, মুর্শিদাবাদ—৭৪২১০১ প্রকাশনায়ঃ মুফতী মুহাম্মদ গোলাম সামদানী রেজবী ইসলামপুর (কলেজ রোড), পোঃ—ইসলামপুর জেলা—মুর্শিদাবাদ, পিন—৭৪৩২০৪ প্রথম প্রকাশঃ জানুয়ারি, ১৯৯৫ দ্বিতীয় সংস্করণ —জানুয়ারি, ২০০২ প্রাপ্তিস্থানঃ কুতুবখানায় রেজবীয়া রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। এই পুস্তক লেখার পূর্বকথা 'তাবলিগী জামায়াত' কমবেশি প্রায় ভারতের সর্বত্র পৌঁছে গেছে। শত শত মানুষ এদের সম্পর্কে অবগত হতে না পেরে এবং এদের বাহ্যিক কিছু ভাল আমল দেখে আকৃষ্ট হয়ে পড়েছেন। এই জামায়াত প্রাথমিক অবস্থায় কোন মতভেদী মসলা সম্পর্কে আলোচনা করে না। অনুরূপ এরা নিজেদের আসল আক্বায়েদ কাউকেও জানতে দেয় না। কেবল কিছু ইসলামী আমল সম্পর্কে আলোচনা করে থাকে। এরা আরও বলে থাকে যে, আমাদের মুখ্য উদ্দেশ্য হল কলমার দাওয়াত দেওয়া এবং নামাযী বানানো। কে কোন্ পর্যন্ত হাত তুলে থাকে এবং কে তোলে না, কে নাভীর নিচে হাত বাঁধে এবং কে বাঁধে না, কে আমীন জোরে বলে থাকে এবং কে আস্তে ইত্যাদি আমাদের দেখবার প্রয়োজন নেই। এই প্রকারে সাধারণ মানুষকে সহ...