বাংলা ভাষায় (মিলাদ মাহফিল)
বাংলা ভাষায় মিলাদ মাহফিল সংকলনেঃ মুহাম্মদ হুমায়ুন কবির ছাত্র , কামিল হাদীস জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক বিছমিল্লাহির রাহমানির রাহীম ভূমিকা মহান আল্লাহর অশেষ রহমত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আউলিয়াদের নেক নজরে 'বাংলা ভাষায় মিলাদ শরীফ' পুস্তিকাটি সংকলন প্রকাশ করতে পেরেছি। আবহমান কাল হতে নবী-অলী প্রেমিকদের অন্তরের খোরাক 'মিলাদ মাহফিল' একটি গুরুত্বপূর্ণ মুস্তাহাব এবাদত হিসেবে প্রচলিত হয়ে আসছে। কুরআন, হাদিস ও প্রখ্যাত ইসলামী দার্শনিকদের উদ্ধৃতি এ পুস্তিকায় সংকলন করা হয়েছে। জ্ঞানী-সাথে সাথে সত্যান্বেষীদের জন্য এটি নিশ্চয় সুপাঠ্য হবে ইনশাআল্লাহ। মিলাদ মাহফিল ফযীলতপূর্ণ এক বরকতময় অনুষ্ঠান। বিশ্বের মুসলমানরা নানাভাবে এ বরকতময় মাহফিল উদযাপন করে থাকেন।বিশেষঃ রবিউল আউয়াল মাসে এ মাহফিলের আয়োজন লক্ষ্যনীয়। ইসলামী সংস্কৃতির অন্যতম প্রধান অঙ্গ মিলাদ মাহফিল। এর চর্চা মুসলিম জাতির জন্য নিঃসন্দেহে কল্যাণকর। স্নেহস্পদ মুহাম্মদ হুমায়ুন কবির এটি সংকলন করেছে। তাকে ধন্যবাদ জানাই। আর উৎসর্গ করা হল- সংকলকের মুহতারম ...