হেফাজতে ইসলামের কুফুরী আক্বিদা

হেফাজতে ইসলাম’এর কুফুরী আক্বিদা =================== 1⃣ আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু বলেন না। আল্লাহ ওয়াদা খেলাপি করতে পারেন, কিন্তু করেন না। (আহমদ শফী কৃত ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলোৎপাটন, পৃ. ২/৩) 2⃣সম্বোধন বাক্যে ‘ইয়া রাসূল’ ‘ইয়া নবী’ ইত্যাদি বলা প্রকাশ্য শিরক। (সুন্নাত বিদয়াতের সঠিক পরিচয়, পৃ. ৯৫) অথচ সকল ইমামগণ ও মুহাক্কিক ওলামায়ে কেরাম রাসূল (দুরুদ)-কে ইয়া রাসূল ও ইয়া নবী ইত্যাদি বলে আহ্বান করেছেন। 3⃣হাজির-নাজির সম্পর্কে আহমদ শফী বলে, হাজির-নাজির অর্থ নিজেকে নিজে সাহাবী দাবী করা। (ধর্মের নামে ভণ্ডামীর মুখোশ উন্মোচন, পৃ. ২২) 4⃣রাসূল (দুরুদ) এর হাজির-নাজির আক্বিদা পোষণকারীদের সম্পর্কে আহমদ শফী বলে, এই আক্বিদা পোষনকারী আবু জেহেল, আবু লাহাবের মতো। (ধর্মের নামে ভণ্ডামীর মুখোশ উন্মোচন, পৃ. ২২) ☪ অথচ রাসূল (দুরুদ) খোদা প্রদত্ত হাজির-নাজির হওয়া কোরআন-সুন্নাহর দ্বারা প্রমাণিত। 5⃣ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিসে প্রিয়নবী (দুরুদ) বলেন, আল্লাহ আমার সামনে সম্পূর্ণ দুনিয়াকে তুলে ধরেছেন। এতে যা হচ্ছে এবং যা হবে সব আমি দেখতেছি। উক্ত হাদিস সম্পর্কে আহমদ শফী বলে, কানযুল উম্মাল গ...