Posts

Showing posts from April, 2021

হেফাজতে ইসলামের কুফুরী আক্বিদা

Image
হেফাজতে ইসলাম’এর কুফুরী আক্বিদা =================== 1⃣ আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু বলেন না। আল্লাহ ওয়াদা খেলাপি করতে পারেন, কিন্তু করেন না। (আহমদ শফী কৃত ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলোৎপাটন, পৃ. ২/৩) 2⃣সম্বোধন বাক্যে ‘ইয়া রাসূল’ ‘ইয়া নবী’ ইত্যাদি বলা প্রকাশ্য শিরক। (সুন্নাত বিদয়াতের সঠিক পরিচয়, পৃ. ৯৫) অথচ সকল ইমামগণ ও মুহাক্কিক ওলামায়ে কেরাম রাসূল (দুরুদ)-কে ইয়া রাসূল ও ইয়া নবী ইত্যাদি বলে আহ্বান করেছেন। 3⃣হাজির-নাজির সম্পর্কে আহমদ শফী বলে, হাজির-নাজির অর্থ নিজেকে নিজে সাহাবী দাবী করা। (ধর্মের নামে ভণ্ডামীর মুখোশ উন্মোচন, পৃ. ২২) 4⃣রাসূল (দুরুদ) এর হাজির-নাজির আক্বিদা পোষণকারীদের সম্পর্কে আহমদ শফী বলে, এই আক্বিদা পোষনকারী আবু জেহেল, আবু লাহাবের মতো। (ধর্মের নামে ভণ্ডামীর মুখোশ উন্মোচন, পৃ. ২২) ☪ অথচ রাসূল (দুরুদ) খোদা প্রদত্ত হাজির-নাজির হওয়া কোরআন-সুন্নাহর দ্বারা প্রমাণিত। 5⃣ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিসে প্রিয়নবী (দুরুদ) বলেন, আল্লাহ আমার সামনে সম্পূর্ণ দুনিয়াকে তুলে ধরেছেন। এতে যা হচ্ছে এবং যা হবে সব আমি দেখতেছি। উক্ত হাদিস সম্পর্কে আহমদ শফী বলে, কানযুল উম্মাল গ...

হেফাজতে ইসলামের "মুখোশ উন্মোচন"

হেফাজতে ইসলামের "মুখোশ উন্মোচন"  লেখক:  মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর 👉 আহমদ শফীর নাস্তিকতার খতিয়ান –১ঃ আহমদ শফী বলে, "আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, কিন্তু বলেন না। আল্লাহ ওয়াদা খেলাফ করতে পারেন, কিন্তু করেন না।" আহমদ শফীর এই নাস্তিকবাদ ও জঘন্য কুফরী মন্তব্যের সমর্থনে হেফাজতে ইসলামের প্রচারণায় দারুল উলুম হাটহাজারী ফতোয়া বিভাগ থেকে ইতোপূর্বে "ভ্রান্তি নিরসন ও আকীদা সংশোধন" নামক একটি ছোট রেসালা প্রকাশিত হয়েছে। রেসালাটির আদ্যোপান্ত পাঠ করে দেখলাম যে, তা কোন আক্বিদা সংশোধন করেনি; বরং সরলমনা মুসলমানদের আরও চরম বিভ্রান্তির অতল গহ্বরে নিমজ্জিত করেছে। 📖 ইসলামী আক্বিদাঃ উপরোক্ত আক্বিদা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বিদা নয়; বরং তার ্

সত্যের সন্ধান ও কবরে আজান

সত্যের সন্ধান ও কবরে আজান মূল লেখকঃ আলা হজরত ইমাম আহমদ রেজা রাজিআল্লাহতায়ালা আনহু অনুবাদকঃ মুহাম্মদ হাসানুজ্জামান রেজবী বি. এ.(অনার্স) টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক প্রশ্নঃ দাফনের পর কবরে আজান দেওয়া সম্পর্কে উলামায়ে কিরামের অভিমত কি? ইসলামী বিধি অনুসারে ইহা জায়েজ কিনা? ফতোয়া     ﷽                      الحمد لله الذى جعل الاذان-علم الايمان-و سبب الامان و سكينة الجنان-و منفاة الاحذان-و مرضاة الرحمن-والصلاة و السلام الانسان و اكملان-على من رفع الله ذكره و اعظم قدره-فبذكره زان-كل خطبة و اذان-على اله وصحبه الذاكرين ايه مع ذكر مولاه-فى الحيات و الموت-والوجدان و الفوت-و كل حين وان-واشهد ان لا اله الا الله الجنان و المنان-وان محمدا عبده و رسوله سيد الجن و الجان-﴿ﷺ﴾ و على اله وصحبه و المرضين لديه ما اذن اذن لصوت الاذان-قال الفقير عبد المصطفى احمد رضا المحمدى السنى الحنفى القادرى البركاتى البريلوى سقاه المجيب-من كأس الحبيب-عذبا فرانا-وجعل من الذين هم اهل الايمان-و الصلاة و الاذان احياء و امواتا امين اله الحق امين- উত্তরঃ কিছু সংখ্যক উলামায়ে কিরাম কবরে আজান দেওয়াকে সুন্নাত ...