"দাওয়াতে ইসলামী" হতে সাবধান

ফত্ওয়া বিভাগ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ৭ নং বেতাগী ইউনিয়ন শাখার পক্ষ থেকে মাওলানা মোজাম্মেল হক কর্তৃক - আবেদনের পরিপ্রেক্ষিতে শরয়ী ফত্ওয়া নিম্নে প্রদান করা হলো - আমাদের সিলসিলার খতমে গাউছিয়া শরীফ দীর্ঘ ৪০ বছর ধরে চলতেছে গাউছিয়া কমিটির কিছু লোকজনকে সম্পৃক্ত করে দাওয়াতে ইসলামের লোকজন সেটা নিয়ন্ত্রণে নেওয়ার পায়তারা করতেছে, আর বর্তমান দাওয়াতে ইসলামীর কর্মকান্ডের ব্যাপারে আমাদের হুজুরের দরবার থেকে সতর্কবানী আসছে। তাদের কর্মকান্ড আসল ত্বরিকতের কর্মকান্ডের সাথে গরমিল পরিলক্ষিত হচ্ছে। এখন তাদের সমস্ত কর্মকান্ড রিয়া, লোক দেখানো ও অধিক প্রচার বান্ধব হয়েছে, যা কারো নিকট অস্পষ্ট নয়। তাদের কিছু কিছু বই পুস্তক সুন্নি আকায়েদ বিরোধী এবং আ'লা হযরতের দর্শন বিরোধী এদেশের ইমামে আহলে সুন্নত গাজী ইমাম শেরে বাংলা (র.) ও অন্যান্য মুহাক্বিক সুন্নি ওলামাদের মতবিরোধী কথা তাদের কিতাবে পরিলক্ষিত হয়। তাছাড়া ভারত – পাকিস্তানের মুহাক্বেক আলেমগনের পক্ষ থেকে বর্তমানের দাওয়াতে ইসলামের বিপক্ষে ফতোয়া জারি হয়েছে। বিভিন্ন বই পুস্তক ছাপানো হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, বিশেষ করে তাজুশ শরিয...