দাওয়াতে ইসলামীর মুখোশ উন্মোচন
দাওয়াতে ইসলামের মুখোশ উন্মোচন-১ আলোচক: আল্লামা গাজী শফিউল আলম আল ক্বাদেরী টেক্সট্ রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক সকলকে জানাই; আমার সালাম গ্রহণ করুন- আস্ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমি দীর্ঘক্ষণ তকরির করব না, কষ্ট দেব না। কনকনে শীত পড়ে। আসলে যদিও আজকে শীত হয়; শীতের মৌসুম চলে গেল, ঈমানের জোয়ার আজ ভেসে উঠেছে। জোরে বলেন, সুবহানআল্লাহ! শীতের মৌসুম এই মুহূর্তে আছে? নাই, ঈমানের জোয়ার বেড়ে গেল। সুবহানআল্লাহ! আ'লা হযরতের লিখিত কিতাবের এম. এ. মন্নান সহ আরও অসংখ্য জ্ঞানী গুণীরা বাংলায় অনুবাদ করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ অর্থাৎ, আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না। (সূরা বাকারা আয়াত নং - ২:৪২)