একটি শিক্ষণীয় পোস্ট

একটি শিক্ষনীয় পোস্ট ।

🎓১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ

ক ) ফজরের_পর_থেকে_সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর_থেকে_মাগরিব এবং
গ ) মাগরিব_থেকে_ এশা পর্যন্ত ।

🎓২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না ।
🎓৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।

🎓৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন ।

🎓৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন ।

🎓৬। হাতে পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন ।

🎓৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন ।

🎓৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না ।

🎓৯। টয়লেটে থুথু ফেলবেন না ।

🎓১০। কয়লা দিয়ে দাঁত মাঝবেন না ।

🎓১১। প্যান্ট বা ট্রাউজার পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন ।

🎓১২। ফুঁক দিয়ে খাবার ঠাণ্ডা করবেন না । প্রয়োজনে বাতাস করতে পারেন ।

🎓১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না ।

🎓১৫। ইকামাহ এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।

🎓১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না ।

🎓১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না ।
ভালো কিছুও নয় ।
ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে ।

🎓১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না ।

🎓১৯। চলার সময় বার বার পেছনে ফিরে তাকাবেন না.

🎓২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন_না ।

🎓২১। বন্ধুদের সন্দেহ করবেন না ।

🎓২২। কখনো মিথ্যা বলবেন না ।
ঠাট্টা করেও নয় ।

🎓২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।

🎓২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে ।

🎓২৫। একা ভ্রমণ করবেন না ।
দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন ।

🎓২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন । তবে সিদ্ধান্ত হবে আপনার ।

🎓২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।

🎓২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না ।
যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন ।

🎓২৯। অহংকার করবেন না ।
অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে ।

🎓৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।

🎓৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।

🎓৩২। ভালো কিছু তে সহযোগিতা করুন ।

🎓৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন ।

🎓৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন ।

🎓৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে,
তাদের সাথেও ভালো আচরণ করুন ।

🎓৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন ।
আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন ।

🎓৩৭। বেশি ঘুমাবেন না, এতে স্মৃতি শক্তি লোপ পাবে ।

🎓৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হন ।
আস্তাগফিরুল্লাহ পড়ুন ।

🎓৩৯। অন্ধকারে কিছু খাবেন না ।

🎓৪০। মুখ ভর্তি করে খাবেন না ।
বাচ্চাদের কেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।

ভাল লাগলে

🍁শুকরিয়া🍁

{সংগৃহীত}

Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা