সৈয়দ আহমদ বেরলভী প্রসঙ্গে

সৈয়দ আহমদ বেরলভী প্রসঙ্গে
____________________
সৈয়দ আহমদ বেরলভী প্রসঙ্গে
সম্প্রতি ‘বালাকোট চেতনায় উজ্জীবন পরিষদ’ ফুলতলী ভবন ১৯/এ নয়াপল্টন ঢাকা’ এর প্রকাশনায় চেতনায় বালাকোট সম্মেলন, স্মারক ২০১০ ইংরেজি বাজারে বের হয়েছে।
উক্ত স্মারকে উপমহাদেশের ওহাবী আন্দোলনের প্রচারক সৈয়দ আহমদ বেরলভীকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ও অগ্রপথিক, আমিরুল মো’মিনীন, ইমামুত তরিকত ও মুজাদ্দিদ বা সংস্কারক আখ্যা দিয়ে বিভিন্ন লিখকের প্রবন্ধ প্রকাশ করা হয়েছে।
এছাড়া সৈয়দ আহমদ বেরলভী প্রবর্তিত তরিকায়ে মোহাম্মদীয়া নামে একটি ওহাবী তরিকাকে খাঁটি ইসলামী আন্দোলনরূপে সাজিয়ে জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
তাই হক্ব প্রচারের মানসে উক্ত সৈয়দ আহমদ বেরলভীর পরিচয়, আক্বিদা ও তার আন্দোলনের হাকিকত সম্পর্কে মুসলিমসমাজকে অবহিত করা প্রয়োজন মনে করে লিখতে বাধ্য হলাম। এরই পাশাপাশি তার আন্দোলনের আজীবন সঙ্গী ও প্রধান খলিফা ইসমাইল দেহলভী এবং বাংলা ও আসামের প্রসিদ্ধ খলিফা কেরামত আলী জৈনপুরী এর লিখিত কিতাবাদী থেকে বিতর্কিত ও ভ্রান্ত আক্বিদাগুলো উল্লেখপূর্বক সঠিক ইসলামী আক্বিদা মুসলিমপাঠক সমাজের কাছে উপস্থাপন করলাম। পাঠকসমাজ উলামায়ে কেরামগণের খেদমতে আরজ যদি কোরআন-সুন্নাহর দৃষ্টিতে কোন জায়গায় ভুলত্রুটি পরিলক্ষিত হয় আমাকে অবহিত করলে তা সংশোধন করে নেব। আল্লাহ যেন তাঁর (হাবীব যিনি মহামানব নূরের নবী) যার তুল্য সৃষ্টির মধ্যে কেহই নেই তাঁর উসিলায় আমাদেরকে জান্নাতবাসী করেন। আমীন। ইয়া রাব্বাল আলামীন।
শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী।

(ইজহারে হক্ব—কৃত শেখ মুহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী)



Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা