নূরনবী ﴾ﷺ﴿ কে কেন বিশ্ব নবী বলা যাবেনা!

নূরনবী ﴾ﷺ﴿ কে কেন বিশ্ব নবী বলা যাবেনা!  

আল্লাহ তা'লা বলেন  (আমি আপনাকে সমস্ত সৃষ্টির রহমত ব্যতীত পাঠাইনি। (সূরা আম্বিয়া  আয়াতঃ১০৭)  

উক্ত আয়াতে আল্লাহ তা'য়ালা  (আলামীন)  ব্যবহার করলেন, 
(আলম)  এক বচন আর (আলামীন)  বহু বচন। 
আলম শুধু একটা দেশ কে বুঝায় আর আলামীন সমস্ত সৃষ্টি জগৎকে বুঝায়। 

সুতরাং আমার নবীর  এরিয়া দিলেন (আলামীন)  সমস্ত সৃষ্টির নবী। 
সুবহানাল্লাহ

বিশ্ব কাকে বলে? 

খাল, বিল,নদী, নালা,পাহাড়,পর্বত,গাছ, পালা, সাগর, মহা সাগর,দেশ, মহা দেশ,অর্থাত  পৃথিবীতে যা কিছু আছে  তাকেই বলে বিশ্ব। 

এই পৃথীবির  বাহিরেও বহু কিছু আছে। 

যেমন ; সূর্য কে কেন্দ্র করে পৃথীবি নামক গ্রহ,শনি গর্হ, বুধ গ্রহ, বৃহঃ গ্রহ, গ্রহানু পুন্জ,আরও অনেক গ্রহ, এই সমস্ত গ্রহ কে বলা হয় মহা বিশ্ব। 

তাহলে আমার নবী শুধু এই বিশ্বের নবী নয় বরং মহা বিশ্বের নবী  ।

এরূপ  অসংখ্য অগণিত মহাবিশ্ব মিলে একটা গ্লাক্সি হয়।

আমরা যে গ্লাক্সি'তে বসবাস করি তার নাম (মিলকিওয়ে)
সুতরাং আমার নবী ওই গ্লাক্সির নবী।

এমন অসংখ অগনিত গ্লাক্সি মিলে একটা (ইউনিভার্স )  হয়। আমার নবী ঐ ইউনিভার্সের নবী । 

এমন অসংখ অগনিত (ইউনিভার্স) মিলে একটি (মাল্টিভার্স) হয়।  আমার নবী ঐ মাল্টিভার্সের নবী ।   

এমন অসংখ অগনিত (মাল্টিভার্স)  মিলে একটি  (সুপারভার্স) হয়। আমার নবী ঐ সুপারভার্সের নবী 

এই সব কিছুই হলো প্রথম আসমানের নিচে।
সুবহানাল্লাহ

তার পর ২য়, ৩য় ৪র্থ,৫ম, ষষ্ট, সপ্তম,, আল্লাহর আরশ,কুরছি, লৌহ, কলম,জান্নাত, জাহান্নাম,যা  কিছু আছে সবার নবী হলো আমার নবী (সুবহানাল্লাহ) 

অতএব, নবীকে বিশ্ব নবী বললে নবীর
শান-মান ছোট করা হয়। 

বলবেন সমগ্র জাহানের নবী। 

তাও যদি না পারেন। সহজ ভাবে বলবেন 
আমার দয়াল নবী। 

আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন।

(সংগৃহীত)

________

Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা