রমজানে শয়তান বন্দী হবার পরও মানুষ পাপ করে কিভাবে?

রমজানে শয়তান বন্দী হবার পরও মানুষ পাপ করে কিভাবে?
রমজানে শয়তান বন্দী হবার পরও মানুষ পাপ করে কিভাবে?
প্রশ্ন


 রমজান মাসে শয়তানকে শৃংখলাবদ্ধ করে রাখা সত্বেও কেন আমরা নামাজ রোজা ত্যাগ,যেনা ব্যভিচার,অন্যায় অশ্লীলতা সহ সব ধরনের পাপাচারে লিপ্ত হই?আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।আমিন

উত্তর

হাদীসের বর্ণনা দ্বারা শয়তান বন্দি থাকার বিষয়টি পরিস্কার হবার পরও রমজানে মানুষ কেন পাপ করে তার বেশ কিছু জবাব মুহাদ্দিসীনে কেরাম দিয়েছেন। যেমন-

 ১.মানুষ পাপ করে দুই কারণে। এক হল তার মনের কুপ্রবৃত্তির কারণে। আরেকটি হল শয়তানের প্ররোচনায়। শয়তান বন্দি থাকলেও মনের কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে।

 ২.সকল শয়তান বন্দী করা হয় না, কিছু শয়তান বন্দি করা হয়। তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ করে।

 ৩.রমজানের আগে করা পাপের প্রভাবে মানুষ পাপ করে থাকে। যেমন গরম থেকে আসলে শরীর থাকে তেমনি।

 ৪.রমজানে শয়তানের পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না। তাই মানুষ পাপ করে।

 ৫.কারো মতে রাতে শয়তান বন্দি থাকে, দিনের বেলা নয়।

 ৬.শয়তান বন্দি হয়, মানে মানুষের মনে ইবাদতের আকাংখা বৃদ্ধি পায়। মূলত শয়তান বন্দি হয় না।

 বিস্তারিত জানতে দেখুন- ফাতহুল বারী, উমদাতুল কারী, মিরকাতুল মাফাতীহ, উমদাতুল কারী, শরহে মুসলিম লিননাবাবী, শরহুজ যুরকানী লিলমুয়াত্তা, ফায়জুল বারী}

Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা