নিদানকালে আশীর্বাদ
নিদানকালে আশীর্বাদ
___________________
জানাযার নামাযের পর দোয়া-মোনাজাত
মূলঃ আ'লা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনো মিল্লাত শাহ আহমদ রেযা খান ফাযিলে বেরলভী (রাহমাতুল্লাহি আলাইহি)
অনুবাদঃ মাওলানা মুহাম্মদ ইছমাইল
অনুবাদকের আরয
সাহাবা-ই কিরামের সোনালী যুগের অবসানে মুসলিম সমাজে দেখা দেয় নানা সমস্যা। বিভিন্ন মতাবলম্বীগণ স্ব স্ব মতাদর্শ প্রচার করতে থাকে। ফলে মুসলিম উম্মাহর জীবনে নেমে আসে এক চরম দুর্দিন। মুসলমানরা আকীদা ও আমলগত বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে। আধুনিককালের এ ফিৎনার যুগে সে মতানৈক্য প্রকট রূপ ধারণ করে।
Comments
Post a Comment