ফাতিহা কি ও কেন ?

ফাতিহা কি ও কেন?

মূলঃ মাওলানা আবুল কালাম আহসানুল কাদেরী (ভারত)
অনুবাদঃ মাওলানা ছৈয়দ মুহাম্মদ হোছাইন কাদেরী

সম্পাদনাঃ মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান

প্রকাশক- সৈয়দ মুহাম্মদ মুহিউদ্দীন
লালিয়ার হাট, বড় মীরা পাড়া, হাটহাজারী রোড, চট্টগ্রাম।

প্রকাশকের কথা


'ফাতিহা' মরহুম মু'মিনদের রূহে সাওয়াব পৌঁছানোর একটি সুন্নাতসম্মত পন্থা। শতাব্দির পর শতাব্দি ধরে মুসলিম সমাজে এ সুন্নাতটি পালিত হয়ে আসছে। এতে জীবিত ও ওফাতপ্রাপ্ত উভয়ের জন্য রয়েছে প্রভূত কল্যাণ।

কিন্তু দুঃখের হলেও সত্য যে, এক শ্রেণীর মুসলমান নামধারী লোক এ সুন্নাতকে মন্দ বিদ্'আত বলে মন্তব্য করে। কোন কোন গোস্তাখ তো এ কাজটিকে ভাতপূজা ইত্যাদির সাথে তুলনা দিয়ে সরলপ্রাণ মুসলমানদেরকে তা থেকে বিরত রাখার অপপ্রয়াস চালায়।

এহেন পরিস্থিতিতে, এ বিষয়ের উপর একটি প্রামাণ্য পুস্তকের বিশেষ প্রয়োজন ছিলো। আলহামদু লিল্লাহ্! আমার সম্মানিত আব্বাজান জনাব মাওলানা সৈয়দ মুহাম্মদ হোসাইন (আল্লাহ তাঁকে দীর্ঘজীবি করুন) হযরত মাওলানা আহসানুল ক্বাদেরীর এ বিষয়ে লিখিত 'ত্বরীক্বা-ই ফাতিহা' (উর্দু) কিতাবখানা সংগ্রহ করে সরল বাংলায় অনুবাদ করেছেন এবং সেটার শিরোনাম দিয়েছেন 'ফাতিহা কি ও কেন?'। আর বিশিষ্ট লেখক ও গবেষক, প্রসিদ্ধ তরজমা ও দু'টি তাফসীরগ্রন্থ 'কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান' এবং 'কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান' - এর সফল অনুবাদক জনাব মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান সেটার নিরীক্ষণ ও সম্পাদনা করে একটি সুপাঠ্য পুস্তকাকারে প্রকাশ করার পথ সুগম করে দিয়েছেন।

আমি পুস্তকখানা প্রকাশের উদ্যোগ গ্রহণ করলাম। আশাকরি, সেটা মুসলিম সমাজের একটি দীর্ঘদিনের চাহিদা পূরণে সহায়ক হবে। আমি অনুবাদক, সম্পাদক ও অন্যান্য সহযোগীদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ্ আমাদের এ প্রয়াসকে সফল করুন! আমীন!!

সালামান্তে–
প্রকাশক

অনুবাদকের বক্তব্য

نحمده و نصلی ونسلم علی حبيبه الكريم و علی اله و صحبه اجمعين
আল্লাহ্ তা'আলার অসংখ্য শুকরিয়া এজন্য যে, তিনি তাঁর হাবীব সাইয়্যেদুল মুরসালীন হুযূর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম - এর ওসীলায় আমি অধমকে এ সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কিতাবখানা অনুবাদ করার তাওফীক্ব দান করেছেন।

Comments

Popular posts from this blog

বালাকোট আন্দোলনের হাকীকত

সৈয়দ আহমদ বেরলভীর জম্ম ও পরিচয়

মওদুদীর ভ্রান্ত আক্বিদা ও ইসলামী আক্বিদা