রদ্দে আহমদ শফী
রদ্দে আহমদ শফী মাওঃ আহমদ শফী সাহেবের বক্তব্যের জবাব প্রথম পর্ব মিথ্যা ও প্রতারণা সংশ্লিষ্ট কবীরা গুনাহ থেকে লক্ষ লক্ষ কৌমী আলেমদের পরিত্রাণের উপায় অনুসন্ধান ও রচনায় মাওঃ আবুল খায়ের ইবনে মাহতাবুল হক টেক্সট রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক প্রকাশনায় আল আমিন প্রকাশন বিয়ানী বাজার, সিলেট بسم الله الرحمن الرحيم উদ্দেশ্য দেওবন্দী ধারার কওমী উলামায়ে কেরামগণের মধ্যে যারা প্রশাখাগত বিষয় নিয়ে মিথ্যা, অতীরঞ্জন, ভুল সিদ্ধান্ত উপস্থাপন করে পরোক্ষভাবে আমাদের মহান ইমাম, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ, আল্লামা ও আউলিয়ায়ে কেরামগণকে কাফির, ফাজির, মুলহিদ, জিন্দিক, বিদআতী তথা গুমরাহ, ফাসিক ইত্যাদি অপবাদে সম্বন্ধযুক্ত করে চলতেছে। আমরা তাদের মিথ্যা, অতীরঞ্জন, ভুল সিদ্ধান্তকে চিহ্নিত করে তার থেকে পরিত্রাণের উপর আলোকপাত করার চেষ্টা করেছি। যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে ইনশাআল্লাহ। চলমান পর্বের প্রিন্ট বিচ্যুতি আগামীতে প্রকাশ হলে তা সংশোধন করা হবে। {{বিরোধীতার জন্য নহে। আত্মরক্ষার জন্য। শুধু বিরোধিতায় কল্যাণ নেই।}} জনাব মাওঃ আহমদ শফী সাহেব রচিত সুন্নাত ও বিদআত গ্রন্থের আলোচনাঃ মীলাদ মাহফিল "মীল...