নজদী খারেজী ওহাবীদের ফতোয়াবাজীর প্রতিবাদ
নজদী-খারেজী-ওহাবীদের ফতুয়াবাজীর প্রতিবাদ প্রণেতাঃ মাওলানা আকবর আলী রেজভী ছুন্নী আল ক্বাদেরী রেজভীয়া দরবার শরীফ সতরশ্রী পোঃ— ঠাকুরাকোণা, জিলা— ময়মনসিংহ। টেক্সট্ রেডীঃ মুহাম্মদ আব্দুল খালেক বিসমিল্লাহির রাহমানির রাহীম "নাহমাদুহু ওয়ানুছাল্লি আলা-রাছুলিহিল কারিম" বেরাদরানে-ই-ইসলাম! বিগত ১৪০৩ হিজরী সনের ১লা রমজান কিশোরগঞ্জ হইতে 'ভক্তদের ক্রিয়াকাণ্ড' নামে ওহাবী খারেজী লা মাজহাবী রচিত (পদ্যাকারে) একটি ক্ষুদ্র পুস্তিকা আমার হস্তগত হয়। কতিপয় অজ্ঞাত পরিচয় (ঠিকানা বিহীন) ব্যক্তি উহা প্রকাশ করে। উহাতে আটরশীর পীর সাহেবকে উদ্দেশ্য করিয়া লিখিতে গিয়া বড় পীর দাস্তগীর হজরত মাহবুবে ছোবহানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু হইতে শুরু করিয়া হজরত শাহ্জালাল ইয়ামানী সিলহেটী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পাক-ভারতের বহু আওলিয়ায়ে কেরামকে পারিলাম না। সরলপ্রাণ নিরীহ মুসলমানের ঈমান রক্ষার্থে প্রতিবাদ লিখিতে বাধ্য হইলাম। (১) নজদী অনুচর ওহাবী লা-মজহাবী প্রথমেই লিখিয়াছে—পীর-পূজা, কবর পূজা শিরিক, যেমন— দুর্গাপূজা। এক্ষণে আমি (মাওঃ রেজভী সুন্নী আল ক্বাদেরী) জিজ্ঞাসা করি বিশ্ব-জগতের ক...